চলছে সন্ধ্যারতি। — নিজস্ব চিত্র।
সতীর ৫১ পীঠের মধ্যে বীরভূম জেলায় রয়েছে ৫টি পীঠ। তার মধ্যে অন্যতম কঙ্কালীতলা। শুক্রবার থেকে সেখানেই শুরু হল বেনারসের আদলে সন্ধ্যারতী। কোপাই নদীর উত্তর দিকে এই আরতির আয়োজন করা হয়েছিল। প্রতি দিন সন্ধ্যায় চলবে আরতি। পাঁচ জন পুরোহিত মিলে সন্ধ্যারতী শুরু করেন। তা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
কঙ্কালিতলা মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে একটি কুণ্ড। কথিত আছে, সেই কুণ্ড সরাসরি কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের পর কলকাতার বাবুঘাটে এই সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। এর পর বীরভূমের কঙ্কালীতলায় শুক্রবার থেকে শুরু হল সন্ধ্যারতি। তাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ-সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রমুখ।