Rampurhat

বগটুইয়ে কর্মসূচি সিপিএম বিজেপির, কটাক্ষ শাসকের

বগটুই গ্রামের বাসিন্দা তথা সংশ্লিষ্ট বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু শেখ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ০৮:১৬
Share:

রামপুরহাটে কর্মশালায় সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

আর পাঁচ দিন পরেই বগটুই কাণ্ডের বর্ষপূর্তি। তা নিয়েই প্রস্তুতি শুরু করে দিল বিরোধী বিজেপি এবং সিপিএম। ২১ মার্চ সকালে বগটুই কাণ্ডকে স্মরণে বগটুই গ্রামে শহিদ দিবস পালন করার কথা বিজেপির। সে দিনই বগটুই গ্রামের পূর্বপাড়ার খেলার মাঠে রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সভা করার কথাও আছে।

Advertisement

অন্য দিকে, সিপিএমের পক্ষ থেকে ২১ মার্চ বিকেলে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচিতে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম উপস্থিত থাকবেন বলে বৃহস্পতিবার রামপুরহাটে দলের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র জানান। তবে বগটুই গ্রামে মহম্মদ সেলিম সভা করবেন না পদযাত্রা করবেন সেটা স্পষ্ট করে জানাননি সূর্যকান্ত।

গত বছরের ২১ মার্চ রাতে বগটুই গ্রামের বাসিন্দা তথা সংশ্লিষ্ট বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু শেখ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন। অভিযোগ, ভাদু শেখ খুনের মিনিট ২০ পরে বগটুই গ্রামে বেছে বেছে ভাদু বিরোধীদের বাড়িতে অগ্নিসংযোগ করে ভাদুর অনুগামীরা। ২২ মার্চ ভোরে বগটুই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা সোনা শেখের বাড়ি থেকে সাতটি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে ৯ জন মহিলা ১ জন পুরুষ। মৃতদের তালিকায় এক ন’বছরের বালিকাও ছিল। ঘটনার পরের দিন রাজ্যের পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিম আসেন। ২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং গ্রামে আসেন। স্বজনহারা পরিবারদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। পাশাপাশি স্বজনহারা পরিবারের সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন। এখন স্বজনহারা পরিবারের সদস্যেরা সরকারি চাকরি পেয়েছেন।

Advertisement

কলকাতা হাই কোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ড এবং ভাদু শেখ মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। তদন্ত চলাকালীন রামপুরহাটের মাঝখণ্ড মোড় সংলগ্ন সিবিআইয়ের অস্থায়ী শিবিরে বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত লালন শেখের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিআইডি ওই মামলার তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে গত বছরের ২৪ ডিসেম্বর নলহাটিতে শুভেন্দু অধিকারীর সভায় বগটুই গ্রামের স্বজনহারা পরিবারের সদস্য ফটিক শেখ বিজেপিতে যোগদান করেন। ফটিক শেখকে সামনে রেখেই বিজেপি বগটুই গ্রামে ২১ মার্চ শহিদ দিবসের পরিকল্পনা করেছে। স্বজনহারা মিহিলাল শেখের বাড়ির সামনে শহিদ বেদি তৈরি করছে বিজেপি। আগামী ২১ মার্চ বগটুইয়ে সিপিএমের কর্মসূচি প্রসঙ্গে ফটিক শেখ বলেন, ‘‘বিপদে কাউকে পাশে পাওয়া যায়নি। এখন অনেকে আসবেন। কাউকে বাধা দিতে পারব না। তবে শুভেন্দু অধিকারীর সভার প্রস্তুতি ভালই চলছে।’’

এ দিকে ২১ মার্চ বগটুইয়ে বিজেপি ও সিপিএমের কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের জেলা মুখপাত্র তথা দলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, ‘‘বগটুই গ্রামে বিজেপি এখন রাজনৈতিক ফায়দা তোলার জন্য ঘোলাজলে মাছ ধরতে এসেছে। এবং এতেই বোঝা যাচ্ছে বিজেপি এবং সিপিএমের মধ্যে আঁতাত আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement