বাঁকুড়ায় পুলিশদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু সিন্হা। নিজস্ব চিত্র।
রাজ্য পুলিশ সংগঠনের এক নেতা তথা এক পুলিশ অফিসারের ভাইরাল ভিডিয়ো ক্লিপ নিয়ে বিতর্ক রাজ্যের রাজনৈতিক মহলে। রবিবার নেটমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে রাজ্য পুলিশ সংগঠনের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ‘মা’ বলে সম্বোধন করেন শান্তনু সিন্হা বিশ্বাস নামে এক পুলিশকর্তা। এই ভাইরাল ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ভিডিয়োয় রাজ্য পুলিশ সংগঠনের আহ্বায়ক শান্তনুকে বলতে শোনা যায়, ‘‘নানা রকম ভাবে আপনাদের প্ররোচনা দেওয়া হচ্ছে। নানা ভাবে আপনাদের প্ররোচিত করা হচ্ছে। এক নেতা আছেন, যিনি জেনারেটর বন্ধ করে বিধায়ক হয়েছেন। তাঁর নাম করে আমি নিজেকে ছোট করতে চাই না। যেখানেই তিনি সভা-সমিতিতে যান, সেখানেই আমার নাম করে গালাগালি করেন। পুলিশ কর্মচারীদের নিয়ে তিনি যা করতেন, আমি কন্টাইয়ে (কাঁথি) গিয়ে এর জবাব দেব।’’
ওই পুলিশকর্তা কারও নাম না করলেও তাঁর কটাক্ষ যে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে, তা কাঁথির নাম করেই বুঝিয়ে দিয়েছেন তিনি নিজেই। পাশাপাশি, বিধানসভা ভোটে নন্দীগ্রামের ফলের পর তৃণমূল ধারাবাহিক ভাবে অভিযোগ করে আসছে, গণনায় ‘কারসাজি’ করা হয়েছে। সম্প্রতি বিজেপি-ত্যাগী এবং অধুনা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ফল নিয়ে অভিযোগ করেছেন। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে, নন্দীগ্রামে তাঁর হারের পিছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে। কিন্তু এক জন পুলিশকর্তার মুখে এমন মন্তব্য কার্যত নজিরবিহীন বলা চলে। শুধু তাই নয়, বিরোধী দলনেতাকে আক্রমণের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করতে শোনা যায় তাঁকে। পুলিশ কর্মীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনারা এমন কোনও কাজ করবেন না যাতে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের ও আপনাদের মা, তাঁর মাথা নিচু হয়ে যায়।’’
জানা গিয়েছে, রবিবার বাঁকুড়া পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বার্ষিক সাধারণ সভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ সংগঠনের আহ্বায়ক শান্তনু। সেই সভাতেই তিনি এই কথা বলেছেন বলে ভাইরাল ভিডিয়োতে দাবি করা হয়েছে। এই ভিডিয়ো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ভিডিয়োর প্রেক্ষিতে একটি সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, ‘‘বাংলার পুলিশ দলদাস। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’’ যদিও এ নিয়ে শাসক দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অন্য দিকে, সোমবার বিধানসভার উল্লেখপর্বে অবশ্য এই প্রসঙ্গ তোলে বিজেপি। চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, ‘‘বাঁকুড়া পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাস ও সংগঠনের সাধারণ সম্পাদক অকথ্য ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গালাগালি ও কুরুচিপূর্ণ আক্রমণ করেছেন। বিরোধী দলনেতা পদমর্যাদায় একজন পূর্ণ মন্ত্রীর সমান। তাঁর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কর্তারা কী ভাবে এমন অবমাননাকর মন্তব্য করতে পারেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা চাই, বিরোধী দলনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।’’