bomb

Rampurhat Clash: এ বার বালতি ভর্তি বোমা মিলল বগটুইয়ে, ভাদু খুনে অভিযুক্তের বাড়ি ঘিরে আরও তল্লাশি

পুলিশ গোপন সূত্রে খবর পায়, ভাদু খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির কাছে রয়েছে বিপুল বোমা। ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় বোমা উদ্ধারের পালা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১২:৩০
Share:

নিষ্ক্রিয় করা হল বগটুই থেকে উদ্ধার করা বোমা। —নিজস্ব চিত্র।

রামপুরহাটের বগটুই গ্রাম থেকে উদ্ধার হল বোমা। বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে এক অভিযুক্তের বাড়ির কাছেই মিলেছে ওই বোমা। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। গ্রামের পাশেই একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয় ওই বিস্ফোরক।
শনিবার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ভাদু খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির কাছে রয়েছে বিপুল বোমা। শনিবারই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। রবিবার ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। পৌঁছয় দমকল বাহিনীও। পলাশের বাড়ির কাছে মাটির তলায় পোঁতা জার ভর্তি করা ওই বোমা উদ্ধার করা হয়েছে। কিছু ক্ষণ পর তা নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ভাদু খুন হওয়ার পর থেকে এলাকা ছাড়া পলাশ। পুলিশ তার সন্ধান চালাচ্ছে।

Advertisement

মাটির তলা লুকিয়ে রাখা ওই বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয় চন্দনকুণ্ঠা গ্রামের মাঠে। পাশাপাশি গ্রামের আর কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেশ কয়েকটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement