Poush Mela

পাঁচ বছর পরে বিশ্বভারতীর উদ্যোগে পূর্বপল্লির মাঠে পৌষ মেলা, উৎসব ঘিরে উচ্ছ্বাস

মেলায় স্টলের বুকিং হচ্ছে অনলাইনে। ব্যবসায়ীদের অভিযোগ, সেই কারণে ধীরগতিতে চলছে বরাদ্দের প্রক্রিয়া। কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত জটিলতার কারণে এই বিলম্ব হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২১:১৫
Share:

২০১৯ সালের পর এ বারই প্রথম পৌষ মেলা আয়োজন করছে বিশ্বভারতী। — ফাইল চিত্র।

পাঁচ বছর পরে পূর্বপল্লির মাঠে হতে চলেছে পৌষ মেলা। ২০১৯ সালের পর এ বারই প্রথম মেলা আয়োজন করছে বিশ্বভারতী, যা ঘিরে স্থানীয় মানুষ জন এবং ব্যবসায়ীদের উৎসাহ চরমে। এ বার মেলায় স্টলের বুকিং হচ্ছে অনলাইনে। ব্যবসায়ীদের অভিযোগ, সেই কারণে ধীরগতিতে চলছে বরাদ্দের প্রক্রিয়া। কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত জটিলতার কারণে এই বিলম্ব হচ্ছে।

Advertisement

এ বছর পৌষ মেলায় কড়া নিরাপত্তা থাকবে বলে পুলিশ সূত্রে খবর। মেলায় বসানো থাকবে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা দেখার জন্য একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে জেলা এবং পুলিশ প্রশাসন। কোনও অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাঠে থাকবে মানচিত্র, যা মানুষজনকে পথ চেনাবে। রবিবার ৭ পৌষ (২২ ডিসেম্বর) সকালে ছাতিমতলায় পৌষ মেলার সূচনা হবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার স্মরণে এই দিনটি উদ্‌যাপিত হয়। ঐতিহ্য মেনে আচার পালন করা হবে। মেলায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। ব্যবসায়ীদের আশা, এ বারের মেলায় ভিড় থাকবে অনেক বেশি। সে কারণে তাঁদের ব্যবসাও ভাল হবে।

২০১৯ সালে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর আয়োজনে পূর্বপল্লির মাঠে শেষ বার হয়েছিল পৌষমেলা। ২০২০ সালে অতিমারির কারণে মেলা হয়নি। ২০২১ এবং ২০২২ সালে মেলা করেনি বিশ্বভারতী। তখন বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। ওই দু’বছরই বোলপুর ডাকবাংলো ও স্টেডিয়াম মাঠে হয়েছিল বিকল্প পৌষমেলা। গত বছর বিদ্যুতের মেয়াদ শেষ হয়। তার পরে পূর্বপল্লির মেলার মাঠে ফিরে আসে পৌষমেলা। তবে গত বারও সেই মেলার আয়োজন করেনি বিশ্বভারতী। শর্তসাপেক্ষে জেলা প্রশাসনকে মেলা করার জন্য পূর্বপল্লির মাঠ দিয়েছিল বিশ্বভারতী। ভার্চুয়ালি সেই মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বিশ্বভারতীয় উদ্যোগে শুরু হতে চলেছে পৌষমেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement