বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিজস্ব চিত্র।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জেরে কমল পিএইচডি-র ফি। কিন্তু তার পরেও খুশি নন পড়ুয়ারা। তাঁদের সব দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, পিএইচডি-র ফি ১৪০০ টাকা থেকে কমিয়ে ১১০০ টাকা করা হচ্ছে। যদিও এমফিলের ফি একই রাখা হয়েছে। তাই এখনও ক্ষোভ কমেনি পড়ুয়াদের।
যদিও বিক্ষোভের জবাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও ফি বৃদ্ধি করা হয়নি। শুধুমাত্র ২০২০ সালে করোনার কথা ভেবে যে টাকা কমানো হয়েছিল সেটাই আবার বৃদ্ধি করা হয়েছে।
বিশ্বভারতী কর্তৃপক্ষের দেওয়া চিঠি
বুধবার ছাত্র-ছাত্রীরা বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের (বলাকা) গেটের সামনে বিক্ষোভ দেখান। গেটের বাইরে পোস্টারও লাগানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের বচসাও হয়। পড়ুয়াদের অভিযোগ, ফি এক ধাক্কায় ৫০ টাকা থেকে ১৪০০ টাকা করা হয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাসপেন্ড করা হয়েছে তিন ছাত্র-ছাত্রীকে। এই সবেরই প্রতিবাদে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভ দেখিয়েছে ছাত্র সংগঠন এসএফআইও।