Passenger Train

ইঞ্জিন বিকল, বীরভূমে দাঁড়িয়ে পড়ল যাত্রিবাহী ট্রেন, নেমে রেলপথ ধরে হাঁটা শুরু যাত্রীদের

বিভ্রাট আপ রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেনে। রেল সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। রামপুরহাট স্টেশনে খবর দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৭
Share:

বীরভূমে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। ছবি: ভিডিয়ো থেকে।

বীরভূমে আটকে পড়ল যাত্রিবাহী ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়েছে। ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বীরভূমের বাঁশলৈ স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছে। বিপাকে পড়েছেন যাত্রীরা। ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছেন তাঁরা।

Advertisement

বিভ্রাট আপ রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেনে। রেল সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। রামপুরহাট স্টেশনে খবর দেওয়া হয়। সেখান থেকে রেলের আধিকারিকেরা এসেছেন। ইঞ্জিন মেরামতির চেষ্টা করছেন। যদিও সমস্যায় পড়েছেন যাত্রীরা। দীর্ঘ ক্ষণ আটকে রয়েছেন তাঁরা। অনেকে ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছেন।

অন্য দিকে, বীরভূমেরই নলহাটি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বয়স ৩৫ বছরের আশপাশে। পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement