যত্ন: রঘুনাথপুরে চালু অসুস্থ নবজাতদের পরিচর্যা কেন্দ্র। নিজস্ব চিত্র
পুরুলিয়া সদর হাসপাতালের পরে অসুস্থ নবজাত শিশু পরিচর্যা কেন্দ্র তথা এসএনসিইউ ইউনিট শুরু হল রঘুনাথপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বৃহস্পতিবার পুরুলিয়ার বেলকুঁড়ি ময়দানের প্রশাসনিক জনসভা থেকে এই কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আপাতত ২০টি শয্যা নিয়ে রঘুনাথপুরের অসুস্থ নবজাত শিশু পরিচর্চা কেন্দ্র চালু হয়েছে। এতে পুরুলিয়া সদর হাসপাতালের উপরে চাপ অনেকটাই কমবে বলে আশাবাদী জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। পাশাপাশি রঘুনাথপর মহকুমা এলাকার বাসিন্দাদের ৫০-৬০ কিলোমিটার উজিয়ে পুরুলিয়াতেও এ জন্য ছুটতে হবে না।
বস্তুত মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের আগেই রঘুনাথপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল শুরু করে দিতে চেয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর। বিধানসভা নির্বাচনের আগে এই হাসপাতালের বর্হিবিভাগ শুরু হয়ে গেলেও অর্ন্তবিভাগ শুরু হয়নি। গত মাসেই হাসপাতালের অবস্থা পরিদর্শন করে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারা।
তারপরেই অন্তর্বিভাগ শুরু করা হয়। তবে অসুস্থ নবজাত শিশু পরিচর্চা কেন্দ্রটি এ দিন মুখ্যমন্ত্রীর হাত দিয়েই শুরু হয়েছে। এই কেন্দ্রে চার জন চিকিৎসক ও ১- জন নার্স নিয়োগ করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই এই কেন্দ্রে চার শিশুকে ভর্তি করা হয়।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রেই জানা যাচ্ছে, পরিকাঠামো ও আধুনিক যন্ত্রের নিরিখে পুরুলিয়ার এসএনসিইউ-র থেকে অনেকটাই উন্নত রঘুনাথপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অসুস্থ নবজাত শিশু পরিচর্চা কেন্দ্র। তবে রঘুনাথপুরের এই কেন্দ্র শুরু হওয়াতে পুরুলিয়া সদর হাসপাতালের উপরে চাপ কমবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
পুরুলিয়ার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ শিবশঙ্কর মাহাতো বলেন, ‘‘রঘুনাথপুর মহকুমা থেকে মাসে গড়ে দেড়শো নবজাতক অসুস্থ হয়ে পুরুলিয়া সদর হাসপাতালে আসত। রঘুনাথপুরে একই পরিষেবা শুরু হওয়ায় এ বার থেকে নবজাত শিশুদের ওই সুপার স্পেশ্যালিটি হাসপাতালেই চিকিৎসা হবে।’’ তাঁর মতে রঘুনাথপুর থেকে অসুস্থ শিশুকে পুরুলিয়া নিয়ে যাওয়ার ধকলও এর ফলে অনেকটাই কমবে।