Mukutmanipur

Mukutmanipur Dam: ভারী বৃষ্টির আশঙ্কা, ৯,৭৮১ কিউসেক জল ছাড়া হল মুকুটমণিপুর জলাধার থেকে

চলতি বছর মরশুমের শুরুতেই কংসাবতী নদীর উচ্চ অববাহিকায় প্রবল বৃষ্টির কারণে জলাধার প্রায় ভরে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া ও রঘুনাথপুর শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ২৩:৫৭
Share:

নিজস্ব চিত্র।

আগামী কয়েক দিন বাঁকুড়া ও পুরুলিয়া-সহ পশ্চিমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই মঙ্গলবার রাত থেকেই জল ছাড়ার কাজ শুরু হয়েছে মুকুটমণিপুর জলাধার থেকে। চারটি গেট খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেচ দফতর সূত্রে খবর, আপাতত ৯ হাজার ৭৮১ কিউসেক জল ছাড়া হয়েছে।

Advertisement

মুকুটমণিপুর জলাধারে জলধারণ ক্ষমতা ৪৩৪ একর ফুট। চলতি বছর মরশুমের শুরুতেই কংসাবতী নদীর উচ্চ অববাহিকায় প্রবল বৃষ্টির কারণে জলাধার প্রায় ভরে গিয়েছে। মঙ্গলবার জলাধারে জলের পরিমাণ ৪৩২ একর ফুট ছুঁয়ে ফেলে। এরই মাঝে আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। স্বাভাবিক ভাবেই আর কোনও ঝুঁকি নিতে চায়নি সেচ দফতর। শেষমেশ জল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয় তাদের।

সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, যে পরিমাণ জল মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হয়েছে তাতে কংসাবতীর নিম্ন অববাহিকায় কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে বিষয়টি জানিয়ে বাঁকুড়ার রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা ব্লক প্রশাসন ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement