প্রতীকী ছবি।
দামোদর ভ্যালি কর্পোরেশনে (ডিভিসি) রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রেগুলার ভিত্তিতে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার— এই তিনটি পদে নিয়োগ করা হবে কর্মী। ল’ বিভাগে কাজ করতে হবে তাঁদের। আবেদনের জন্য কোনও সরকারি অথবা সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
ডিভিসি-র ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ারে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। ২ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিভিসি-র ওয়েবসাইটটি দেখতে পারেন। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বর বা মেল আইডিতেও যোগাযোগ করা যেতে পারে।