Chandranath Singha

Chandranath Sinha: আমাদের দু’এক জন নেতা হয়তো চুরি করছে, কারও পদস্খলন হয়েছে, বিস্ফোরক মন্ত্রী চন্দ্রনাথ

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শনিবার বীরভূমের ইলামবাজারে তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে চন্দ্রনাথের এই মন্তব্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইলামবাজার শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৯:৫২
Share:

চন্দ্রনাথ সিন্‌হা। —নিজস্ব চিত্র।

এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। আবারও তলব করা হয়েছে তাঁকে। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকেও নিয়োগে অনিয়মের মামলায় কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিন্‌হা। তাঁর বক্তব্য, ‘‘কিছু নেতার পদস্খলন হয়েছে। তবে সেটা প্রচার করলে হবে না। প্রমাণ করতে হবে।’’

Advertisement

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শনিবার বীরভূমের ইলামবাজারে তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে চন্দ্রনাথ বলেন, ‘‘আমরা আগেও বলেছি, এখনও বলছি। হ্যাঁ, আমাদের কিছু নেতার পদস্খলন হয়েছে। তবে সেটা প্রচার করলে হবে না। প্রমাণ করতে হবে। আর তাদের (বিজেপি) নেতারা কোটি কোটি টাকা চুরি করে এল। এই যে এয়ারলাইন্স বিক্রি হল। কী দামে? মানুষ জানছে না? ফ্রান্স থেকে রাফাল কেনা হল। সেটাও তো ফ্রান্স বলে দিল। আমাদের দু’এক জন নেতা হয়তো চুরি করছে। কিন্তু তার জন্য মুখ্যমন্ত্রী তো পদক্ষেপ করছেন। তারা গ্রেফতার হচ্ছে। কিন্তু তাদের (বিজেপি) কেউ গ্রেফতার হয়েছে? উত্তরপ্রদেশে ধর্ষণ হয়েছে। কেউ গ্রেফতার হয়েছে? মন্ত্রীর ছেলে গ্রেফতার হয়েছে? পরে আদালতের চাপে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। তারা নিজেরা চুরি করে অন্যকে চোর বলছে এটা ঠিক নয়।’’

চন্দ্রনাথের মন্তব্য নিয়ে বীরভূমের বিজেপি নেতা ধ্রুব সাহার প্রতিক্রিয়া, ‘‘ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। মন্ত্রী আজ স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তৃণমূলের নেতারা চোর। আমরা জানতে চাই, দলনেত্রী কাদের বিরুদ্ধে, কোথায় ব্যবস্থা করেছেন? তৃণমূলের সকলেই চোর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement