Maoist Poster

‘মাওবাদী’ লেখা পোস্টার উদ্ধার, বিতর্ক

লাল কালি দিয়ে একটি রুমাল ও সাদা একটি কাগজে হিন্দিতে সেগুলি লেখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩০
Share:

প্রতীকী ছবি

‘মাওবাদী’ নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার ঝালদায়।

Advertisement

রবিবার ঝালদা থানার ব্লক মোড়ের কাছে, একটি বাড়ির দেওয়ালে দু’টি পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। লাল কালি দিয়ে একটি রুমাল ও সাদা একটি কাগজে হিন্দিতে সেগুলি লেখা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে আনে। সূত্রের খবর, পোস্টারগুলিতে মূলত পুলিশ ও প্রশাসনকে ‘হুঁশিয়ারি’ দেওয়া হয়েছে।

তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোর বক্তব্য, ‘‘জেলায় মাওবাদী গতিবিধির খবর দলের কাছে নেই। তবে ব্যাপারটা পুলিশের গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার।’’ পুরুলিয়ার পুলিশ সুপার সেলভামুরুগান বলেন, ‘‘আমরা তদন্ত করে দেখছি।’’

Advertisement

পুরভোটের হাওয়া বইতে শুরু করেছে। এই সময়ে শহরের মধ্যে এমন পোস্টার উদ্ধার হওয়ায় শুরু হয়েছে নানা রকমের জল্পনা। এলাকাটি বেশ ব্যস্ত। কাছেই রয়েছে ব্লক অফিস এবং বন দফতরের রেঞ্জ অফিস। কী ভাবে সেখানে পোস্টারগুলি সাঁটা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোমবার পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা ঝালদা এলাকার নেতা শঙ্কর মাহাতো বলেন, ‘‘ঝালদার মতো এলাকায় বিষয়টি মোটেও হালকা ভাবে বিষয়টি নেওয়া ঠিক হবে না। পুলিশ খতিয়ে দেখুক, এগুলি সত্যি মাওবাদী পোস্টার না আড়ালে অন্য কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement