বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ। আর তাই নিয়েই মদের ঠেকে বাদানুবাদের জেরে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। মৃতের নাম হরিদাস দাস। বাড়ি সিউড়ি থানার কালীপুর গ্রামে। সিটুন কাহার নামে এক ব্যক্তির বিরুদ্ধে হরিদাসকে খুনের অভিযোগ উঠেছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হরিদাস ও সিটুন একসঙ্গে মদ্যপান করছিলেন। সিটুনের স্ত্রীর সঙ্গে হরিদাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অনেকেই অভিযোগ করছিলেন। এ নিয়ে মদ্যপান করার সময় দু’জনের মধ্যে বচসা হয়। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। তারপর হঠাৎই ভারী কিছু দিয়ে হরিদাসের মাথায় আঘাত করে সিটুন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। সিটুনকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করা হয়েছে গ্রেফতার হওয়া সিটুনের পরিবারের পক্ষ থেকে। তাঁদের দাবি, হরিদাস দীর্ঘদিন ধরে বাড়ির কাছাকাছি এসে উত্যক্ত করত। কোনওদিন ওঁর সঙ্গে সিটুনের স্ত্রী-এর কোনও সম্পর্ক ছিল না। এ দিনও বাড়ির সামনে এসে অশ্লীল ভাষা প্রয়োগ করছিল হরিদাস। তখনই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় দু’জনের মধ্যে। পরিবারের নিষেধ সত্ত্বেও সিটুন মারামারিতে জড়িয়ে পড়েন।
পুলিশ ময়নাতদন্তের পর জানিয়েছে, মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করার জন্যই সিটুনের মৃত্যু হয়েছে।