Crime

বোলপুরে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন, অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, সোমবার বাড়ির জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পান স্থানীয়রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০০:০৮
Share:

পুলিশের কাছে অভিযোগ মৃতার পরিবারের। নিজস্ব চিত্র।

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম মহাদেব রায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার সুড়িপাড়া ১৭ নং ওয়ার্ডে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার বাড়ির জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করেছে জামাই। আরও অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই গৃহবধূর উপর অত্যাচার চালাতেন তাঁর স্বামী। পুলিশের কাছে জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। সেই সঙ্গে জামাইয়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement