Mamata Banerjee at Alipurduar

মুখ্যমন্ত্রীর সফরে গুরুত্ব চা-বলয়কে

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী কাল, বুধবার আলিপুরদুয়ার শহরে একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Advertisement

পার্থ চক্রবর্তী

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৬:৫৭
Share:

মুখ্যমন্ত্রী আসার আগে আলিপুরদুয়ার শহরে দলীয় পতাকা লাগাতে ব্যাস্ত তৃণমূলের নেতা কর্মীরা। ছবি নারায়ন দে।

মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আলিপুরদুয়ার সফরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে চা বলয়কে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এ বারের সফরে প্রায় আট হাজার চা শ্রমিক পেতে চলেছেন জমির পাট্টা। আরও কয়েক’শো চা শ্রমিকের চা সুন্দরীর ঘর পাওয়ার কথা। আজ, মঙ্গলবার আলিপুরদুয়ারে আসবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী কাল, বুধবার আলিপুরদুয়ার শহরে একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে হওয়ার কথা সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান। তবে, এই প্রশাসনিক বৈঠক বা সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান শুধুমাত্র আলিপুরদুয়ারকে নিয়ে হবে, না পাশের দুই জেলা জলপাইগুড়ি ও কোচবিহারও তাতে সামিল থাকবে প্রশাসনের তরফে অবশ্য সোমবার বিকাল পর্যন্ত সে ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে উপভোক্তাদের কী-কী সুবিধা দেওয়া হবে, তা নিয়েও আলিপুরদুয়ার জেলার প্রশাসনের কর্তারা এ দিন কিছু জানাতে চাননি।

প্রশাসনের একাধিক সূত্রের খবর, সুভাষিণী চা বাগানের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী প্রায় আট হাজার চা শ্রমিককে জমির পাট্টা দিতে চলেছেন। এ ছাড়া, কয়েক’শো বাগান শ্রমিক পাবেন চা সুন্দরী প্রকল্পের ঘর। এ ছাড়াও, সরকারি আরও বিভিন্ন প্রকল্পের সুবিধা সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর উপভোক্তাদের দেওয়ার কথা। জয়গা উন্নয়ন পর্ষদ তথা জেডিএ-র চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে, তাতে ৃসুভাষিণী চা বাগানে বৃহস্পতিবারের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী ছয়টি চা বাগানের ৭ হাজার ৯২৬ জন শ্রমিককে জমির পাট্টা দেবেন। একই সঙ্গে তিনটি চা বাগানের ৪৩৮জন শ্রমিককে চা সুন্দরীর ঘর প্রদান করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর।”

Advertisement

লোকসভা ও বিধানসভা মিলিয়ে গত কয়েক বছরে আলিপুরদুয়ারে পরের পর নির্বাচনে হারতে হয়েছিল তৃণমূলকে। তবে মাস দুয়েক আগে এই জেলারই মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয়ের মুখ দেখেছে রাজ্যের শাসক দল। মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের পাশাপাশি বিরোধী বিজেপি-র জেলা নেতাদের অনেকেও স্বীকার করে নেন, চা বলয়ে শ্রমিকদের জমির পাট্টা দেওয়া-সহ অন্যান্য একাধিক উন্নয়ন শাসক দলকে ওই নির্বাচনে এগিয়ে রাখে। আর সব ঠিক থাকলে, মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আলিপুরদুয়ার সফরেও থাকছে চা বলয়কে নিয়ে চমক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement