—নিজস্ব চিত্র
জাল দলিল তৈরি করে শান্তিনিকেতন ও শ্রীনিকেতন এলাকায় জমি দখল করে নিচ্ছে মাফিয়ারা। এই অভিযোগ তুলে সোমবার ভূমি ও ভূমি রাজস্ব দফতেরর সামনে বিক্ষোভ দেখালেন সুরুল ভূমি সুরক্ষা কমিটির সদস্যরা।
সুরুল ভূমি সুরক্ষা কমিটির অভিযোগ, বিগত বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় একটি জমি মাফিয়া চক্র সক্রিয় হয়ে উঠেছে। জমি জাল করে এক ব্যক্তির মালিকানাধীন জমি অন্য একজনকে বিক্রি করে দিচ্ছে ওই মাফিয়ারা। পুলিশকে এ বিষয়ে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ কমিটির। সদস্যদের অভিযোগ, এই প্রতারণা চক্রের সঙ্গে সরকারি আধিকারিকেরাও জড়িয়ে থাকতে বলে মনে করছেন তাঁরা। তাঁদের বক্তব্য, অবিলম্বে মাফিয়াদের গ্রেফতার করতে হবে।
যদিও বোলপুরের ভূমি ও রাজস্ব আধিকারিক সঞ্জয় রায় বলেন, ‘‘এই ধরনের অভিযোগ আমরা আগেও পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখেই আমরা তদন্ত শুরু করব।’’