বোলপুরে জনগনের কাছে তৃণমূল প্রার্থী অসিত মাল। নিজস্ব চিত্র
ভোটের মুখে নানা উপায়ে জনসংযোগ চলল সোমবারও।
বোলপুর লোকসভা কেন্দ্রের দুই প্রান্তে প্রচার সারলেন দুই প্রার্থী। এ দিন সকালে বোলপুরের ৫ নম্বর ওয়ার্ড থেকে পায়ে হেঁটে প্রচার করেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল। বোলপুরের টোটো চালক, ভ্যান চালক, ফল বিক্রেতা কাছে হাতজোড় করে ভোট ভিক্ষা করেন। স্থানীয় মানুষেরাও তাঁকে প্রীতি নমস্কার ফিরিয়ে দেন। এখনও এলাকায় কী কী দরকার, সে সমস্ত দাবি প্রার্থীর কাছে তুলে ধরেন এলাকার মানুষেরা।
১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলেখা দাস বলেন, ‘‘এখনও আমাদের এলাকায় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধান করা হলে খুব উপকার হবে।’’ প্রার্থী আশ্বাস দেন ভোটের পরে যে যে অঞ্চলে জলের সমস্যা রয়েছে তা সমাধান করা হবে। সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত বোলপুরের বেশ কয়েকটি ওয়ার্ড ঘোরেন অসিত মাল।
অন্য দিকে, বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম বোলপুর কসবা অঞ্চলের ৪টি গ্রাম ঘুরে নিজের সমর্থনে মানুষের কাছে ভোট চাইলেন। কসবা এলাকায় সাধারণ মানুষ প্রার্থীর কাছে জানতে চান, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি। এ বার নিজের ভোট নিজে দিতে পারবেন তো? প্রার্থী ভোটারদের আশ্বস্থ করে বলেন, ‘‘অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলে অবশ্যই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই মতো কথা রাখলে সকলে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারবেন।’’
বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় সোমবার সকালে হাঁসন বিধানসভা কেন্দ্রের রামপুরহাট ২ ব্লকে প্রচার করেন। রামপুরহাট ২ ব্লকের দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রথম প্রচার সারেন শতাব্দী। পরে হাঁসন ২ পঞ্চায়েতে প্রচার করেন। হাঁসন ২ গ্রাম পঞ্চায়েতের কৌড় গ্রামে শতাব্দীর গাড়ি ঘিরে বাজনা বাজিয়ে উচ্ছ্বাস দেখান কর্মী সমর্থকরা। পরে শতাব্দী গাড়ি থেকে বাইরে বেরিয়ে কর্মী, সমর্থকদের সঙ্গে কথা বলেন। বামফ্রন্ট প্রার্থী রেজাউল করিম সোমবার সকালে নলহাটি শহরে প্রচার করেন।
শহরের ১০ নম্বর ওয়ার্ডের পার্টি অফিস থেকে প্রচার শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য সনৎ প্রামানিক, ফরওয়ার্ড ব্লক দলের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়।
রামপুরহাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের শহর কমিটি সহ ওয়ার্ড কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ।
সোমবার সকালে বৈঠক শেষে তৃণমূলের জেলা সহ সভাপতি দাবি করেন, ‘‘লোকসভা নির্বাচনে বীরভূমে বিরোধীহীন প্রচার চলছে। বিরোধীরা না আছে দেওয়াল লিখনে না আছে সভা প্রচারে। বিপরীতে তৃণমূলের বুথ স্তর থেকে ওয়ার্ড কমিটির সদস্যরা জেলা সভাপতি থেকে মন্ত্রী — সকলের সঙ্গে বৈঠকে বসছেন। প্রচার চলছে।’’ তিনি বলেন, ‘‘প্রার্থীরা সাতটা বিধানসভা চষে বেড়াচ্ছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বীরভূমে প্রচারে আসবেন। তবে সেটা কবে এখনও ঠিক হয়নি।’’