পায়ে হাত আর নিজস্বীতে জমজমাট মৃগাঙ্ক-জ্যোর্তিময়ের প্রচার

‘সেলফি’ থেকে বাসযাত্রা, ভোটের প্রচারে নেমে জনসংযোগ বাড়াতে দেখা গেল তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো ও বিজেপি প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতোকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৯:২৭
Share:

আনাড়াতে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। নিজস্ব চিত্র

ভোটের প্রচারে নেমে জনসংযোগ বাড়াতে বেসরকারি বাসে সফর করলেন পুরুলিয়ার বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো। সোমবার প্রচারে নামতে দেখা গেল বিজেপির প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতোকেও।

Advertisement

এ দিন সকালে কয়েক জন দলীয় কর্মীকে নিয়ে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে হাজির হন মৃগাঙ্কবাবু। সেখানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের সঙ্গে কিছু সময় কথা বলে উঠে পড়েন একটি বেসরকারি বাসে। গন্তব্য ছিল পুরুলিয়া ১ ব্লকের লাগদা। বাসে উঠে আসনে বসার আগে ঘুরে ঘুরে কথা বলেন যাত্রীদের সঙ্গে। অনেকেই তাঁদের অভাব-অভিযোগের কথা জানান তাঁকে। পরে দেবীদাস চৌধুরী নামের এক যাত্রীর পাশের আসনে বসেন তিনি। দেবীদাসবাবুর আবদারে তাঁর সঙ্গে মোবাইলে ‘সেলফি’-ও তোলেন মৃগাঙ্কবাবু। তবে যাত্রীদের কাছে ভোট দেওয়ার আবেদন তৃণমূল প্রার্থী সর্তক ভাবে এড়িয়ে গিয়েছেন। পরে লাগদায় নেমে কর্মিসভায় যোগ দেন তিনি।

যদিও নির্বাচনের আগে এই বাসযাত্রাকে কোনও ভাবেই প্রচারের অঙ্গ বলে মানতে নারাজ মৃগাঙ্কবাবু। তাঁর দাবি, নিজের গাড়ির বদলে বাসে করে কর্মিসভায় গিয়েছিলেন। পথে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। তাঁর কথায়,‘‘এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বরাবরই আছে। নির্বাচনের মুখে তা আর এক বার ঝালিয়ে নিলাম।”

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য দিকে এ দিন পাড়া ব্লকের আনাড়ায় প্রচার সারেন বিজেপির প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতোও। সকালে জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর সঙ্গে আনাড়া গ্রামের শিবমন্দিরে পুজো দেওয়ার পরে আনাড়া গ্রামে প্রচার করেন তিনি। গ্রামের পথে হেঁটে হেঁটে গ্রামবাসীর আশীর্বাদ চাইতে দেখা গিয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement