RG Kar Verdict

সঞ্জয়ের ফাঁসি চেয়েছিল কন্যাহারা দুই পরিবার

লজেন্সের লোভ দেখিয়ে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় হুগলির একটি গ্রামে পাঁচ বছরের শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছিল এক ব্যক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৭:৩৮
Share:

দুই পরিবারই মেয়েকে হািরয়েছে। দু’ক্ষেত্রেই দুই মেয়েকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা হয়েছে অপরাধীদের। তাই দুই জেলার (হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা) ওই দুই বাড়ির লোকেরা চেয়েছিলেন, আর জি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়েরও ফাঁসির সাজা হোক। না হওয়ায় ওঁরা কার্যত হতাশ!

Advertisement

লজেন্সের লোভ দেখিয়ে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় হুগলির একটি গ্রামে পাঁচ বছরের শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছিল এক ব্যক্তি। কাঠ আর বস্তা চাপা দিয়ে ঘরেই রেখেছিল দেহ। ঘটনার ৫৫ দিনের মাথায়, গত শুক্রবার দোষী অশোক সিংহকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে চুঁচুড়ার ‘পকসো’ আদালত। আর জি কর মামলার রায় শোনার জন্য সোমবার দুপুরে শিশুটির বাবা-মা কাজ ফেলে টিভির সামনে বসেছিলেন। সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা শুনে শিশুটির মায়ের প্রতিক্রিয়া, ‘‘ওরা সমাজের বুকে বেঁচে থাকবে, ভাবতেই অবাক লাগছে! ভেবেছিলাম ফাঁসির সাজা হবে। হল না। আমরা খুশি নই। হাই কোর্টে সঠিক বিচার হোক,এটাই চাই।’’

শিশুটি বাবা দিনমজুর। তিনি বলেন, ‘‘আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আমিও পথে নেমেছিলাম। পরে আমার মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটে। মেয়ের মামলার রায়ে আমরা খুশি। কিন্তু আজকের রায়ে তা হতে পারছি না।’’ তাঁর সংযোজন, ‘‘আমাদের মনে হয়, সঞ্জয়ের সঙ্গে আরও কিছু লোক যুক্ত। তাদের সকলের ফাঁসির দাবি জানাই। নিহত চিকিৎসকের বাবা-মায়ের পাশে ছিলাম, আছি, থাকব।’’

Advertisement

গত অক্টোবরের গোড়ায় দক্ষিণ ২৪ পরগনার গ্রামীণ এলাকায় টিউশন থেকে সন্ধ্যায় ফেরার পথে বছর নয়েকের এক বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করেছিল মোস্তাকিন সর্দার নামে এক যুবক। রাতে বাড়ির কাছে জলাজমিতে দেহ মেলে। সেই অপরাধের দায়ে ঘটনার ৬২ দিনের মাথায়, গত ৬ ডিসেম্বর মোস্তাকিনকে ফাঁসির সাজা দেয় বারুইপুর আদালত। সোমবার রায় ঘোষণার পরে বালিকার মা বলেন, ‘‘মেয়ের বিচার পেয়েছি। অপরাধীর ফাঁসির আদেশ হয়েছে। আর জি করের ডাক্তার-দিদির বিচার আমরাও চেয়েছিলাম। এ ক্ষেত্রেও ফাঁসি হলেই ভাল হত।’’ বালিকার বাবার কথায়, ‘‘আর জি করে যা ঘটেছিল, তারও উপযুক্ত সাজা ফাঁসি। ভেবেছিলাম, বিচারক ফাঁসিরসাজাই দেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement