বাঁকুড়া বাসস্ট্যান্ড। নিজস্ব চিত্র
বাঁকুড়া জেলায় বৃহস্পতিবারও বেসরকারি বাস পথে নামল না। ফলে পথে বিপত্তির মধ্যে পড়ছেন অনেকেই। অফিস-দোকান খুলে যাওয়ায় সেখানে পৌঁছতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। ফলে বেসরকারি বাস চালু না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে।
‘লকডাউন’ শিথিল হতেই বেসরকারি সংস্থার অফিস খুলেছে। সরকারি অফিসেও হাজিরা বাড়ানো হচ্ছে। এতে বহু নিত্যযাত্রীকেই নিয়মিত বাঁকুড়া-দুর্গাপুর, বাঁকুড়া-বর্ধমানের মতো বিভিন্ন রুটে যাতায়াত করতে হচ্ছে। এ দিকে বেসরকারি বাস না চলায় হাতেগোনা কিছু এসবিএসটিসি বাসই এখন ভরসা নিত্যযাত্রীদের।
অনেকেই প্রশ্ন তুলছেন, পড়শি জেলা পুরুলিয়াতে বেসরকারি বাস চালানো হলেও বাঁকুড়ায় সমস্যা কোথায়? দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার কর্মী বাঁকুড়ার বাসিন্দা তন্ময় দানা বলেন, “অফিস খুলে গিয়েছে। তাই যাতায়াত করতে হচ্ছে নিয়মিত। অথচ বেসরকারি বাস চলছে না। কিছু এসবিএসটিসি বাসের উপরে ভরসা করে বেরোতে হচ্ছে। ফেরার সময় চিন্তায় পড়ছি বাস পাব কি না, তা নিয়ে। দ্রুত বেসরকারি বাস চালানো হোক।”
কবে থেকে বেসরকারি বাস চালানো হবে, তার সদুত্তর অবশ্য বাসমালিক কল্যাণ সমিতি এ দিনও স্পষ্ট করতে পারেনি। সংগঠনের সম্পাদক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “বাস চালানোর বিষয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। এ নিয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারব বলে আমরা আশাবাদী।’’
বাঁকুড়া জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “সরকারি ভাবে বাস চালানোর বিষয়ে কোনও সমস্যা নেই। বাসের আসনের সমসংখ্যক যাত্রীও নেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য। বাস মালিকদের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি।”