Transformer

Loadshedding: প্রাকৃতিক দুর্যোগে বিকল গ্রামের ট্রান্সফর্মার, ১৫ দিন বিদ্যুৎ না থাকার অভিযোগ বাঁকুড়ার গ্রামে

গত ১৫ দিন ধরে সেই বিদ্যুতই অমিল। কারণ প্রাকৃতিক দুর্যোগে বিকল হয়ে পড়ে গ্রামের একমাত্র ট্রান্সফর্মারটি। তাই ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৮:০৪
Share:

বিকল ট্রান্সফর্মার। — নিজস্ব চিত্র।

প্রাকৃতিক দুর্যোগে ১৫ দিন আগে বিকল হয়ে গিয়েছিল গ্রামের একমাত্র ট্রান্সফর্মার। তার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম। তার পর থেকে আর বিদ্যুৎ আসেনি গ্রামে। গত ১৫ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। এমনটাই অভিযোগ বাঁকুড়ার ওন্দা ব্লকের কুলুপুকুর গ্রামের বাসিন্দাদের।

Advertisement

কুলুপুকুর গ্রামের প্রায় সব বাড়িতেই রয়েছে বিদ্যুৎ সংযোগ। জঙ্গলঘেরা এই আদিবাসী গ্রামে বিদ্যুৎ সরবরাহ হয় একটি ট্রান্সফর্মার থেকে। বাড়িতে জল সরবরাহ থেকে শুরু করে সেচের জল, সব বিষয়েই বিদ্যুতের উপরই নির্ভরশীল গ্রামের মানুষ। কিন্তু গত ১৫ দিন ধরে সেই বিদ্যুতই অমিল। কারণ প্রাকৃতিক দুর্যোগে বিকল হয়ে পড়ে গ্রামের একমাত্র ট্রান্সফর্মারটি। তাই ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ মুর্মু বলেন, “বিদ্যুৎ দফতরকে ট্রান্সফর্মার বিকল হওয়ার কথা জানানো হয়েছে। এর পর একাধিক বার তদ্বির করা হলেও আমাদের দুর্ভোগ সইতে হচ্ছে।’’

মামণি মুর্মু নামে ওই গ্রামের আরও এক বাসিন্দা বলেন, “বিদ্যুৎ না থাকায় কষ্ট হচ্ছে। শিশুদের পড়াশোনা হচ্ছে না। বাড়ির ট্যাঙ্কে জল ওঠানো সম্ভব হচ্ছে না। এই ভাবে আর কত দিন চলবে জানি না।’’

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ দফতরের ওন্দা স্টেশনে কর্মরত এক আধিকারিক বলেন, “যথেষ্ট সংখ্যায় ট্রান্সফর্মার সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছে। তবে দ্রুত ওই গ্রামে যাতে নতুন ট্রান্সফর্মার বসানো যায় তার চেষ্টা চালানো হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement