Monkeypox

Monkeypox: দিল্লিতে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিস, সংক্রমিত আফ্রিকার তরুণী

তরুণীকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ নিয়ে দিল্লিতে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল পাঁচ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৭:০১
Share:

দিল্লিতে এ নিয়ে পাঁচ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন। প্রতীকী ছবি।

দেশে আরও এক মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস পাওয়া গেল। আবারও মাঙ্কি ভাইরাসে সংক্রমিতের সন্ধান পাওয়া গেল দিল্লিতে। আফ্রিকার এক তরুণী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিল্লিতে মাঙ্কি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল পাঁচ।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সংক্রমিত ২২ বছর বয়সি আফ্রিকার ওই তরুণীকে লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক মাস আগে ওই তরুণী নাইজেরিয়া গিয়েছিলেন।

দু’দিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাতে তরুণীর রিপোর্ট পজিটিভ আসে। দিল্লিতে মাঙ্কিপক্সে সংক্রমিতদের মধ্যে এ নিয়ে দুই মহিলা আক্রান্ত হলেন।

Advertisement

দেশে এখনও পর্যন্ত মোট ১০ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে কেরলে। ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। দিল্লিতে সংক্রমিত পাঁচ জনের মধ্যে এক জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement