তৃণমূলে যোগ বাম কর্মীদের

শতাধিক সিপিএম কর্মী-সমর্থক রবিবার সকালে যোগ দিল তৃণমূলে। বোলপুরের মির্জাপুরে একটি অনুষ্ঠানে ওই কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে বোলপুর ব্লকের রায়পুর-সুপুর পঞ্চায়েত দখল করে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০০:৪১
Share:

শতাধিক সিপিএম কর্মী-সমর্থক রবিবার সকালে যোগ দিল তৃণমূলে। বোলপুরের মির্জাপুরে একটি অনুষ্ঠানে ওই কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে বোলপুর ব্লকের রায়পুর-সুপুর পঞ্চায়েত দখল করে তৃণমূল। এলাকায় সিপিএমের শক্ত ঘাটি হিসেবে পরিচিত ওই পঞ্চায়েতে জয়ের জন্য তৃণমূলকে অনেক বেগ পেতে হয়েছিল। বিরোধী সিপিএম শিবিরে ভাঙন ধরাতে এলাকার তৃণমূল অঞ্চল নেতৃত্ব দীর্ঘ দিন ধরে চেষ্টা চালাছিল। ওই পঞ্চায়েতের চন্দনপুর এলাকার সিপিএমের নেতা পঙ্কজ ভট্টাচার্য ও মহিলা সংগঠনের নেত্রী বাসন্তী মুর্মুর নেতৃত্বে শতাধিক বাসিন্দা এ দিন তৃণমূলে যোগ দেন। ওই এলাকার সিপিএম নেতৃত্বের দাবি, দল ভাঙার চেষ্টা দীর্ঘ দিন ধরে ওই এলাকায় করছে তৃণমূল। এলাকায় সংগঠনে কোনও প্রভাব পড়বে না। তৃণমূল অঞ্চল নেতৃত্ব জানিয়েছে ওই এলাকায় সংগঠন আরও মজবুত হল।

Advertisement

অস্বাভাবিক মত্যু। তরুণীর অস্বাভাবিক মৃত্যু হল মেমারির শুকুর গ্রামে। রবিবারের ঘটনা। মৃতার নাম শতাব্দী রায় (২৬)। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁকে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। মৃতার বাবার দাবি, মানসিক অবসাদের জেরেই মেয়ে আত্মঘাতী হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement