Convict

বাবা-ছেলেকে খুন করা আসামি পালাল জানলা ভেঙে! স্টেশন থেকে ফের পাকড়াও করল পুলিশ

এই খুনের ঘটনার ৬ দিনের মাথায় পুরুলিয়া জেলা পুলিশ এবং সিআইডি পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৯:০০
Share:

জোড়া খুনে বন্দি হাসপাতালের কাচের জানলা ভেঙে পালায়। —প্রতীকী চিত্র।

জোড়া খুনের আসামি সে। পুরুলিয়ায় বাবা-ছেলেকে একসঙ্গে খুন করার অভিযোগে এখন আসানসোল সংশোধনাগারে বন্দি। হাসপাতালে থাকাকালীন জানলার কাচ ভেঙে পালায় সে। ট্রেন ধরে ভিন্‌রাজ্যে পালানোর ছক কষছিল সে। শেষে বানচাল হল পরিকল্পনা। পুলিশের হাতে ধরা পড়ে আবার সংশোধনাগারে ঠাঁই হল তার।

Advertisement

গত ৯ জুলাই পুরুলিয়া মফস্‌সল থানার কানালি গ্রামে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হন মদন পাণ্ডে (৭০) এবং কানাই পাণ্ডে (৩০)। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। এই খুনের ঘটনার ৬ দিনের মাথায় পুরুলিয়া জেলা পুলিশ এবং সিআইডি পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে নিছক লুটের উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু ঘটনাক্রমে দু’জনকে খুন করে ফেলা হয়। খুনের ঘটনার পুননির্মাণও শেষে অভিযুক্তদের পুলিশ এবং জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এক অভিযুক্ত আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সূত্রের খবর, গত ৩১ অক্টোবর ওই হাসপাতালের কাচ ভেঙে পালায় সে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি করে পুলিশ। অবশেষে গোপন সূত্রে একটি খবর পায় পুলিশ। জানা যায়, ধানবাদ থেকে ট্রেনে উঠেছে সে। আসানসোল রেলস্টেশন থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement