BJP

বীরভূমে বিজেপির মিছিলেও এ বার শোনা গেলো ‘খেলা হবে’স্লোগান

বিভিন্ন জনসভায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছে, ‘খেলা হবে’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৬:৪০
Share:

বিজেপির মিছিল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বিভিন্ন জনসভায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছে, ‘খেলা হবে’। দলের মিছিলে সেখানকার তৃণমূল কর্মীদেরও এই শব্দবন্ধ স্লোগান হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে। বীরভূমে এই স্লোগান এ বার শোনা গেল বিজেপির মিছিলে। শুধু তাই নয় বীরভূমের বিজেপি সভাপতির দাবি, খেলা শেষ করবেন সাধারণ মানুষ।

Advertisement

শুক্রবার বীরভূম জেলার সিউড়িতে মিছিল এবং অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। এই মিছিল আয়োজনের দায়িত্ব ছিল বিজেপির যুব মোর্চার। সেখানে উপস্থিত ছিলেন ওই জেলার নেতৃত্ব। সেখানেই শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান।

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রত্যেক মঞ্চ থেকে ‘খেলা হবে’ বলে স্লোগান দিচ্ছেন। তিনি বলছেন, ‘‘ভয়ঙ্কর খেলা হবে। যা হওয়ার মাঠেই হবে।’’ সেই স্লোগানকেই হাতিয়ার করে মাঠে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ সেখানকার বিজেপির মুখেও শোনা গেল একই স্লোগান। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এ নিয়ে বলেছেন, ‘‘খেলা শুরু হয়েছে। আমরা শেষ করব। সাধারণ মানুষ এর জবার দেবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement