Bhuban Badyakar

Bhuban Badyakar: লাখ লাখ টাকা খরচ করে অট্টালিকা বানাচ্ছেন ভুবন বাদ্যকর, বাঁধছেন নতুন গানও

শখের নতুন বাড়ি। মার্বেল বসানো হচ্ছে। অন্দরসজ্জাও হবে চোখ ঝলসানো। নিজের বাড়ি নিয়ে এমনটাই জানাচ্ছেন ভুবন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৯:৪০
Share:

পাকাবাড়ি তৈরি করছেন ভুবন বাদ্যকর। —নিজস্ব চিত্র।

গাড়ি কিনেছিলেন আগেই। এ বার তৈরি করছেন বাড়িও। বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। কাঁচা বাড়ির পাশেই তৈরি হচ্ছে ভুবনের পাকাবাড়ি। এ নিয়ে গানও বেঁধেছেন তিনি।

Advertisement

শখের নতুন বাড়ি। মার্বেল বসানো হচ্ছে। অন্দরসজ্জাও হবে চোখ ঝলসানো। নিজের বাড়ি নিয়ে এমনটাই জানাচ্ছেন ভুবন। তাঁর কথায়, ‘‘৬ লাখ টাকা খরচ করেছি এই বাড়ি করতে। আরও কিছু করব। আগে কাঁচা বাড়িতে থাকতাম। এখন পাকা বাড়িতে আছি। ভাল লাগছে। বাড়ির বারান্দাটা সাজাব আমি। প্লাই-সহ নানা জিনিসপত্র দিয়ে সাজানো হবে। এক শিল্পীর সঙ্গে কথাও হয়েছে। এত দিন ভাবিনি মাথার উপরে পাকা ছাদ হবে। মানুষজন আমার কাঁচাবাদাম গান শুনছেন, এটা ভাল লেগেছে।’’

নতুন বাড়ি এখনও তৈরি হচ্ছে। তবে কাঁচাবাড়ি ছেড়ে সপরিবারে ভুবন আপাতত সেই নির্মীয়মান বাড়িতেই উঠেছেন। নিজের অবস্থার পরিবর্তন নিয়ে গানও বাঁধছেন। তাঁর বাড়ির মতো সেই গানও আপাতত নির্মীয়মান। অনুরোধে গাইছেন দু’কলি— ‘ছিল না আমার বাসাবাড়ি। এখন হল পাকাবাড়ি।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement