সে ভাবে শব্দ তাণ্ডবের খবর নেই বীরভূমে। নিজস্ব চিত্র।
চেনা শব্দ নেই। অচেনা দীপান্বিতায় মাতল বীরভূম। এই খবর লেখা পর্যন্ত সে ভাবে শব্দ তাণ্ডবের খবর নেই জেলার কোথাও। তবে রাত বাড়লে কী হবে তা নিয়ে চিন্তা রয়েছে। কারণ, বাজি বিক্রি বন্ধ করতে পুলিশ অনেক অভিযান চালালেও লুকিয়ে চুরিয়ে বেচাকেনা হয়েছে জেলার সর্বত্রই।
অন্যান্য বছর কালী পুজোর দিন সন্ধ্যা হতে না হতেই বাজির শব্দে ভরে যায় জেলার শহর থেকে গ্রামাঞ্চল। এ দিন সেই তুলনায় অনেকটাই কম ছিল শব্দ। সকলেই পুজোর আনন্দে মেতেছে। আলোয় সেজেছে শহর থেকে গ্রাম। কিন্তু করোনা পরিস্থিতিতে তেমন বাজি না পুড়িয়ে সচেতনতার পরিচয়ই দিয়েছেন জেলার মানুষ।
সকালে থেকেই বীরভূমের সর্বত্র বাজি নিয়ে পুলিশের তৎপরতা নজরে পড়ছে। বাজি নিয়ে অভিযোগ জানানোর জন্য হেল্প লাইনেরও ব্যবস্থা করে জেলা পুলিশ। পুলিশের দাবি, সেই নম্বরে তেমন ফোন আসেনি। তবে অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বত্র চলছে নজরদারি।