Murder

Jhalda Councillor Murder: ঝালদা-কাণ্ডে এ বার পুলিশ সুপারের জেরার মুখে কাউন্সিলরের ভাইপো সেই মিঠুন

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিঠুনকে। পুরুলিয়া মফস্‌সল থানায় এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৫:০১
Share:

মিঠুন কান্দুকে পুলিশের জিজ্ঞাসাবাদ। — ফাইল চিত্র

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সোমবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিহতের ভাইপো মিঠুন কান্দুকে। এমনটাই জানা গিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে। তপনের পরিবারের অভিযোগ, মিঠুনকে ফোন করতেন ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ। পরে সেই অডিয়ো ভাইরাল হয়ে যায়। তার জেরেই বার বার খবরে উঠে আসেন মিঠুন। জিজ্ঞাসাবাদ করা হয় ঝালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিঠুনকে। পুরুলিয়া মফস্বল থানায় এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই মিঠুনকেই ঝালদার আইসি ফোন করতেন বলে অভিযোগ। পরে সেই অডিও ভাইরাল হয়ে যায়। ঝালদার থানার আইসির বিরুদ্ধে আগেই অভিযোগের আঙুল তুলেছিলেন নিহত তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু। তাই পুলিশ মিঠুনকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে তা নিয়ে জল্পনা বাড়ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলার পুলিশ সুপার এস সেলভামুরুগণ-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মিঠুনকে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ সুপারও মিঠুনকে প্রশ্ন করেন। এর পর জিজ্ঞাসাবাদ করা হয় ঝালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ কর্মকারকেও। গত পুরভোটে ঝালদার আট নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রদীপ। তবে হেরে যান তিনি।

Advertisement

রবিবার ঝালদার বীরসা মোড়ে তদন্তে যায় ফরেনসিক বিভাগের একটি দল। আবার ওই দিনই কর্তব্যে গাফিলতির অভিযোগে এক সাব ইন্সপেক্টর-সহ পাঁচ পুলিশ কর্মীকে বসিয়ে দেওয়ার (ক্লোজ) ঘোষণা করে পুরুলিয়া জেলা পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement