Tapan Kandu Murder

Tapan Kandu murder: ‘ক্লোজড’ ৫ পুলিশকর্মীকে নিয়ে তপন খুনের ঘটনাস্থল পরিদর্শন সিবিআইয়ের ডিআইজির

শুক্রবার বিকেল নাগাদ মহিলা পুলিশ আধিকারিক অনিমা অধিকারী-সহ আরও চার পুলিশ কর্মীকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এঁদের মধ্যে দু’জন এনভিএফ কর্মীও রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৮:২৮
Share:

তপন কান্দু খুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহ। নিজস্ব চিত্র

ঝালদা-কাণ্ডে ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে তপন কান্দু খুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহ। এই নিয়ে দ্বিতীয় বার ঘটনাস্থলে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

শুক্রবার বিকেল নাগাদ মহিলা পুলিশ আধিকারিক অনিমা অধিকারী-সহ আরও চার পুলিশ কর্মীকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এঁদের মধ্যে দু’জন এনভিএফ কর্মীও রয়েছেন।

Advertisement

মৃতের পরিবারের অভিযোগ, যেদিন তপন খুন হন সেদিন এই পুলিশ ভ্যানটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যেই ছিল। অথচ ঘটনার পর তারা গা ছাড়া মনোভাব দেখিয়েছিলেন। সেই অভিযোগ ওঠার পরই জেলা পুলিশের তরফ থেকে এই পাঁচ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়। এ বার তাঁদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে এই তপন কান্দু খুনে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব করে সিবিআই। তাঁকে ঝালদা থানায় সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হতে বলা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement