BJP

BJP: দোষী হলে আমার ফাঁসি দিক! সিবিআই হাজিরা নিয়ে প্রতিক্রিয়া বিজেপির কালোসোনার

এই প্রথম ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় কোনও বিজেপি নেতাকে তলব করল সিবিআই। বিজেপি নেতা নাকি অনুব্রতের সঙ্গে কথা বলতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ১৫:৩৩
Share:

সিবিআই দফতরে হাজিরা দিলেন কালোসোনা। ফাইল চিত্র।

রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় এই প্রথম কোনও বিজেপি নেতাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার গেরুয়া পাঞ্জাবি-পাজামায় দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে এসে বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। একই সঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর ফোনালাপের অভিযোগের কথা স্বীকার না করলেও জোর গলায় অস্বীকারও করেননি এই বিজেপি নেতা। তবে চ্যালেঞ্জের সুরে কালোসোনা বলেন, ‘‘ভোট পরবর্তী হিংসা মামলায় আমি দোষী প্রমাণিত হলে ফাঁসি দিয়ে দিক প্রশাসন।’’

Advertisement

কালোসোনা বীরভূমের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক। ২০২১ সালের বিধানসভা ভোটের অব্যবহিত পরে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তাঁকে তলব করেছে সিবিআই। একই মামলায় ডাক পাওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে তাঁর কী কথোপকথন হত, তা খতিয়ে দেখা হবে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় কালোসোনাকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের মোবাইলের কললিস্ট ধরে বিভিন্ন জনকে তলব করছে সিবিআই। তার মধ্যে এক জন কালোসোনাও।

তবে বিজেপি নেতার দাবি, ২ মে ভোটের ফল বেরোনোর পর বিভিন্ন তৃণমূল নেতাকে তিনি ফোন করেছেন। তবে সেটা শুধুই হিংসা বন্ধের আবেদনের জন্য। অন্য কিছু নয়। যদিও অনুব্রতের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না, তা স্পষ্ট করেননি কালোসোনা। আবার, তাঁর বিরুদ্ধে মুখ খোলা বিজেপি নেতাদের ‘ননসেন্স’ বলে সিবিআই দফতরে চলে যান এই বিজেপি নেতা।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement