BJP

অনুব্রতের ‘ভয়ঙ্কর খেলা’ মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে দুষ্কৃতী বললেন ভারতী

সম্প্রতি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত বলেছিলেন, ‘‘একুশের ভোটে খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদাতা

সিউড়ি ও পাড়ুই শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ২১:২৮
Share:

মিছিলে ভারতী ঘোষ। নিজস্ব চিত্র

বীরভূমের পাড়ুইয়ে মিছিল করলেন বিজেপি রাজ্য-সহ সভানেত্রী ভারতী ঘোষ। শনিবারের ওই মিছিলে জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ উপস্থিত ছিলেন অনান্য নেতারা। মিছিল থেকে তৃণমূলকে একের পর এক আক্রমণ করেন ভারতী। সেখানেই তিনি অনুব্রতকে ‘দুষ্কৃতী’ বলে মন্তব্য করেন।

Advertisement

সম্প্রতি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত বলেছিলেন, ‘‘একুশের ভোটে খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে।’’ সেই বক্তব্যের প্রেক্ষিতে ভারতী বলেন, ‘‘এ রকম ভয়ঙ্কর কথা যিনি বলেন, আমার মনে হয় তিনি দুষ্কৃতী। ওঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’’ পাশাপাশি ভারতী চ্যালেঞ্জ ছুড়ে দেন অনুব্রতর দিকে। তিনি বলেন, ‘‘ক্ষমতা থাকলে পুলিশকে সঙ্গে না-নিয়ে রাস্তায় নামুন।’’

পুলিশের ভূমিকা নিয়েও সরব হন বিজেপি নেত্রী ভারতী। তিনি বলেন, ‘‘২০২১-এ রাজ্যে বিজেপি সরকার গড়বে। তাই পুলিশকর্মীদের বলছি এমন কাজ করবেন না যাতে আপনাদের এক থানা থেকে অন্য থানা থানা ঘুরতে ঘুরতেই সময় কেটে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement