অ্যাসিড আক্রান্ত গৃহবধূ। নিজস্ব চিত্র।
স্ত্রীর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত স্বামী। সোমবার রাতে বীরভূমের নানুর থানার বড়া-সাওতা অঞ্চলের মান্দার গ্রামে ওই গৃহবধূ গুরুতর জখম অবস্থায় বোলপুর সুপার স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে খবর, অ্যাসিডের জেরে ওই মহিলার মুখ, হাত, পায়ের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে অ্যাসিড আক্রান্ত গৃহবধূর সঙ্গে কথা বলে পুলিশ। গৃহবধুর বয়ান অনুসারেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে নানুর থানা।
নির্যাতিতা মহিলার দাদা বলেছেন, ‘‘আমার বোনকে বেশকিছু দিন ধরেই হুমকি দিচ্ছিল ওর স্বামী তাপস। পুলিশের কাছে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি।’’ তিনি আরও জানিয়েছেন, তাপসের দুই বিয়ে। তাঁর প্রথম পক্ষের বউ দুর্গাপুরে থাকে বলেও জানিয়েছেন অ্যাসিড আক্রান্তের দাদা।
আক্রান্ত মহিলার দাবি, তাঁর স্বামী অশ্লীল ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল মাসখানেক আগে। তার পর স্বামীর থেকে আলাদা থাকেন তিনি। কিছু আগে ফিরে যাওয়ার কথা বললেও যাননি। সে কারণেই তার উপর অ্যাসিড হামলা চালিয়েছে বলে দাবি ওই মহিলার।
আরও পড়ুন: আদ্রাতেও লোকাল ট্রেন চালানোর দাবি
আরও পড়ুন: যন্ত্র বিকল আট মাস, পরিষেবা পাচ্ছেন না রোগী