dowry

অতিরিক্ত পণ না দেওয়ায় বধূকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর, রঘুনাথপুরের শঙ্খদীপের সঙ্গে বার্নপুরের হিরাপুর থানার বাসিন্দা ইন্দিরা দাসের বিয়ে হয় ২০০৯ সালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ২২:৪৪
Share:

ফাইল চিত্র।

বিয়ের সময়েই পণ দিয়েছে বধূর পরিবার। ছ’মাসের মাথায় চাওয়া হয় আরও পণ। তা দিতে না পারায় অত্যাচার চলছিলই। এ বার বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির পরিবারের বিরুদ্ধে। পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রঘুনাথপুরের শঙ্খদীপের সঙ্গে বার্নপুরের হিরাপুর থানার বাসিন্দা ইন্দিরা দাসের বিয়ে হয় ২০০৯ সালে। বিয়ের ছ’মাস পর থেকেই আরও দু’লক্ষ টাকা পণের দাবি করা শুরু শ্বশুর বাড়ি থেকে। অভিযোগ, ইন্দিরার বাপের বাড়ি সেই টাকা দিতে অস্বীকার করায় বধূর উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সম্প্রতিই সেই বধূকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে।

বধূ পুলিশকে জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে স্বামী ও পিসি শ্বাশুড়ি তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে প্রাণে মারার চেষ্টা করেছেন। কোনও ভাবে পালিয়ে প্রাণে বেঁচেছেন তিনি। বধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে রঘুনাথপুর মহিলা থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement