আধপোড়া সেই পরিচয়পত্র। নিজস্ব চিত্র।
বোলপুর ব্লক প্রশাসনিক দফতরের পাশে পোড়ানো অবস্থায় শতাধিক ভোটার পরিচয়পত্র মিলল। এই ঘটনাকে ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ব্লক অফিসের পাশেই রয়েছে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির কার্যালয়।
এতগুলো ভোটার কার্ড এল কোথা থেকে? আর এই কার্ডগুলি আদৌ বৈধ না অবৈধ? কেনই বা পোড়ানো হল কার্ডগুলোকে— এ রকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি-র জেলা সভাপতি বলাই চট্টোপাধ্যায়ের অভিযোগ, পুরাতন পঞ্চায়েত নির্বাচনে এই ভুয়ো কার্ডগুলো ব্যবহার করেছে তৃণমূল। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।
তবে বিডিও শেখর সাই বলেন, “এই পরিচয় পত্রগুলি সব পুরনো। পরিচয়পত্র সংশোধনের কাজ চলছে। অনেক পুরনো কার্ড ফেরত আসছে। সেগুলোকে নষ্ট করার নিয়ম। আমরা সেটাই করেছি।” তবে আধপোড়া নয়, ভাল ভাবে সেগুলোকে পুড়িয়ে ফেলা উচিত ছিল বলে স্বীকার করেছেন বিডিও।