bomb

খয়রাশোলের গ্রামে মিলল প্রচুর বোমা, পুলিশের জালে ২ দুষ্কৃতী

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে খয়রাশোলের কবিগান গ্রামে তল্লাশি অভিযান চালায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৯:০৯
Share:

বোমা উদ্ধারের ঘটনায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তদের।

বীরভূমের খয়রাশোলে শনিবার রাতে অভিযান চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করল পুলিশ। ওই কাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে খয়রাশোলের কবিগান গ্রামে তল্লাশি অভিযান চালায় পুলিশ। গ্রামের একটি পুকুরের ধার থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। ওই ড্রামে পাওয়া গিয়েছে ২৫টি তাজা বোমা। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। ওই কাণ্ডে জড়িত সন্দেহে আকাশ বাউড়ি এবং রাম বাউড়ি নামে দুই স্থআনীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে খয়রাশোল থানার পুলিশ।

রবিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। বিচারক অভিযুক্তদের ৪ দিনের পুলিশ হেফাজতে রাখার দিয়েছেন। অভিযুক্তদের ৮ জুলাই ফের আদালতে তোলা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement