Drug

Drug: আড়াই কোটি টাকার মাদক-সহ ধৃত যুবক, দুবরাজপুরে মিলল হেরোইন, আফিম

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুবরাজপুরের দরবেশ মোড় থেকে বদরুজ্জামান (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৫
Share:

উদ্ধার হওয়া মাদক। নিজস্ব চিত্র

মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। দুবরাজপুরে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার থেকে মিলেছে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের মাদক। ধৃত কোনও চক্রের সঙ্গে জড়ি্ত কি না, তা জানতে জেরা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুবরাজপুরের দরবেশ মোড় থেকে বদরুজ্জামান (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছে মিলেছে বিপুল পরিমাণ মাদক। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এক কিলোগ্রাম নশো গ্রাম হেরোইন, দেড় কিলোগ্রাম আফিম এবং তিন কিলোগ্রামের কিছুটা বেশি পপি পাউডার পাওয়া গিয়েছে। এ ছাড়া মিলেছে একটি বাইকও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে থেকেই ওই পাচারকারীকে ধরার চেষ্টা করছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার অভিযান চালা্নো হয়। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় পাচার করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement