Hot water

কলে কেন গরম জল, পরীক্ষার বন্দোবস্ত প্রশাসনের

পাত্রসায়রের কাকাটিয়া গ্রামের শ্মশান কালীতলার মিনি সাব-মার্সিবল পাম্পের কল থেকে বেরনো গরম জল পরীক্ষার ব্যবস্থা করল প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাত্রসায়র শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ০২:২৪
Share:

প্রতীকী ছবি।

কয়েক মাস ধরেই পাত্রসায়রের কাকাটিয়া গ্রামের শ্মশান কালীতলার মিনি সাব-মার্সিবল পাম্পের কল থেকে গরম জল বেরোচ্ছিল। কিন্তু ইদানীং জলের উত্তাপ বেড়ে যাওয়ায় বাসিন্দাদের অনুরোধে প্রশাসন তা পরীক্ষার ব্যবস্থা করল।

Advertisement

কাকাটিয়া গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক সৌরভ সরকার বলেন, ‘‘বছর দুয়েক আগে শ্মশান কালীতলায় ওই কল বসানো হয়। প্রথম দিকে উষ্ণ জল উঠত। কিন্তু গত কয়েক দিনে খুব গরম জল বেরোচ্ছে। অনেকে একে দৈব জল ভেবে বাড়ি নিয়ে যাচ্ছেন বলে শুনছি। কিন্তু এর পিছনে বিজ্ঞান রয়েছে। প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে লোকে আরও গুজব ছড়াবে।’’ স্থানীয় আর এক বাসিন্দা তথ্য-প্রযুক্তি কর্মী শ্রীকান্ত নন্দীর মতে, ‘‘গরম জল ওঠা যে কোনও অলৌকিক ঘটনা হয়, তা মানুষকে বোঝানোর চেষ্টা করছি। প্রশাসন এখনই ওই কল বন্ধ না করলে দুর্ঘটনা ঘটে যেতে পারে।’’

কিন্তু কোনও যুক্তিতেই কান দিতে রাজি নন স্থানীয় দিনমজুর গোপাল মাঝি। তিনি বলেন, ‘‘কাকাটিয়ায় এতো কল হয়েছে। কই সেখানে তো গরম জল বেরোয় না।’’ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌম্য সেনগুপ্তের ব্যাখ্যা, ‘‘এটা কোনও অলৌকিক ঘটনা নয়।একেবারেই প্রাকৃতিক ঘটনা। আমাদের দেশের অনেক জায়গায় মাটির নিচে উষ্ণ স্রোত আছে। লাভাও থাকতে পারে। পরীক্ষা করলেই সব সত্য সামনে আসবে।’’

Advertisement

বিডিও (পাত্রসায়র) প্রসন্ন মুখোপাধ্যায় বলেন, ‘‘খবর পেয়েই সেখানে যাই। জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement