ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিজস্ব চিত্র।
বীরভূমের সিউড়িতে এক স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার অফিসে ডাকাতির চেষ্টা করে চার দুষ্কৃতী। কিন্তু ডাকাতির চেষ্টা ব্যর্থ হওয়ায় পালানোর সময় গুলি চালায় তারা। গুলি লাগে এক ব্যক্তির গায়ে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।
সোমবার সকালে স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার অফিসে চার দুষ্কৃতী ডাকাতি করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেয়। বেজে ওঠে অ্যালার্ম। বাধা পেয়ে সেখান থেকে পালায় তারা। পরে সিউড়ির আর টি স্কুল মোড়ের কাছে পর পর বেশ কয়েকটি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে বাঁশঝোড় গ্রাম থেকে আসা এক শ্রমিকের গায়ে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। ভিড় জমতে দেখে এক বাইক আরোহীকে বন্দুক দেখিয়ে দাঁড় করিয়ে তাঁর বাইক নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয় সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার পর স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। রাস্তা ও অন্যান্য দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের তল্লাশি শুরু করেছে পুলিশ।