জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।
শনিবার সিডনি টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির কিছু ক্ষণ পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান জসপ্রীত বুমরাহ। তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। চা-বিরতির সময় সাজঘরে ফেরেন। তখন অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যাওয়ায় আর বল বা ফিল্ডিং করার প্রশ্ন ছিল না। দিনের খেলা শেষের পর বুমরাহের চোট নিয়ে কথা বললেন দলের বোলার প্রসিদ্ধ কৃষ্ণ।
প্রসিদ্ধ জানিয়েছেন, বুমরাহ পিঠের পেশিতে চোট পেয়েছেন। সেই চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। তিনি বলেছেন, “বুমরাহ পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত ওকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।” বুমরাহ রবিবার বল করতে পারবেন কি না, সে ব্যাপারে কোনও উত্তর দিতে পারেননি প্রসিদ্ধ।
মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। সাজঘরে তাঁকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাঁকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।
চলতি সিরিজ়ে ১৫১.২ ওভার বল করেছেন বুমরাহ। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তিনি ৩২টি উইকেটও নিয়েছেন। এই সিরিজ়ে দু’দল মিলিয়ে আর কোনও বোলার এত উইকেট নিতে পারেননি। রবিবার বল করতে পারলে সেই তালিকা আরও বাড়িয়ে নিতে পারবেন তিনি।