প্রতীকী ছবি।
‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় গ্রেফতার বীরভূমের পাঁচ তৃণমূলকর্মী। সদাইপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে সিবিআই। শুক্রবার ধৃতদের সিউড়ি জেলা আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতদের দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সিবিআই সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনের ঠিক পরেই বীরভূমের সদাইপুর থানার সাহাপুর গ্রামে জয় বাগদী নামে এক জনের বাড়ি ভাঙচুর ও বাড়ির মহিলাদের শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাঁচ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল। ধৃতদের নাম শেখ জামির, শেখ নুরাই, শেখ কারিবুল, শেখ আসরফ এবং জয়ন্ত ডোম।
কলকাতা হাই কোর্টের নির্দেশে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। তদন্তকারীদের সূত্রে খবর, এই মামলায় অনুব্রত মণ্ডলের গড় বীরভূম থেকে প্রচুর অভিযোগ জমা পড়েছে। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছিল জয়ের পরিবার। ঘটনাচক্রে, সেই অনুব্রতই পরে গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি।