প্রতীকী ছবি।
পঞ্চায়েত ভোটের আগে আবার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল বীরভূমে। গ্রেফতারও হয়েছেন দু’জন। ধৃতদের নাম জাপান মল্লিক এবং রাজু শেখ। তাঁদের দু’জনের বাড়ি নানুরে।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় নানুরের কাখুরিয়া মোড় থেকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। মিলেছে ১০টি বন্দুক আর ২১ রাউন্ড কার্তুজ।
ধৃতদের বুধবার বোলপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাপানের বাড়ি নানুরের নাবাস্তায় আর রাজুর বাড়ি বেরুগ্রামে। কী কারণে ওই আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল এবং কোথা থেকেই বা সেগুলি আনা হয়েছে, তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।