আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। নিজস্ব চিত্র।
বিধ্বংসী আগুনে একটি বাড়ি ভস্মীভূত হল বীরভূমে। রবিবার সকালে শান্তিনিকেতন থানার সুরুল গ্রামের দক্ষিণ পাড়ায় আগুন লাগার পর বাড়ির সদস্যরা খবর দিয়েছিলেন বোলপুর দমকল অফিসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাড়াতাড়ি দমকলবাহিনী চলে আসায় আগুন ছড়িয়ে পড়েনি। যার জেরে আশপাশের বাড়িগুলি ক্ষতির হাত থেকে বেঁচে যায়। একই মত স্থানীয় বাসিন্দাদেরও। তাঁরা জানিয়েছেন, সঠিক সময়ে দমকল না এলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত।
কালীপুজোর পরের দিনের এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির কর্তা বিজয় সিংহ। দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই এই আগুন।