Fire at Tarapith Temple

তারাপীঠ মন্দিরের প্রবেশপথে আগুন, আশপাশে বিদ্যুতের তার থাকায় আতঙ্ক এলাকায়

স্থানীয় সূত্রে খবর, সকালে মন্দিরে ঢোকার ভিআইপি গেট সংলগ্ন এলাকায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়তে থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৪:২৬
Share:

নিজস্ব চিত্র।

তারাপীঠ মন্দিরের মূল ফটকের কাছে অগ্নিকাণ্ড। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছু ক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সকালে মন্দিরে ঢোকার ভিআইপি গেট সংলগ্ন এলাকায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। বৈদ্যুতিন তারগুলিতেও আগুন লেগে যায়। এলাকাবাসীরাই দমকলে খবর দেন। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আশপাশে প্রচুর বিদ্যুতের তার থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা।

স্থানীয় বিজন মল্লিক বলেন, ‘‘সবে মন্দির চত্বরে ভিড় জমতে শুরু করেছে। দোকানপাটও প্রায় সব খুলে গিয়েছে। এমন সময় সাড়ে ১০টা নাগাদ আচমকাই ভিআইপি গেটের সামনে আগুন লেগে যায়। এলাকাটা এমনিতেই ঘিঞ্জি। প্রচুর বিদ্যুতের তার রয়েছে। ওটাতেই ভয় পেয়ে গিয়েছিলাম। গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement