চলছে সম্মেলন। বুধবার মহম্মদবাজার কমিউনিটি হলে। —নিজস্ব চিত্র।
রাজ্যে পরিবহণ শিল্পকে বাঁচাতে ওভারলোড বন্ধের দাবি তুলল ‘ফেডারেশন অব ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন’। বুধবার মহম্মদবাজার কমিউনিটি হলে জেলা সম্মেলনে এই দাবি ওঠে। উপস্থিত ছিলেন রাজ্য সংগঠনের সভাপতি সুভাষচন্দ্র বোস, সাধারণ সম্পাদক সজল ঘোষ ও সাংগঠনিক সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায়-সহ জেলার নেতৃত্বরা। এ দিন সংগঠনের রাজ্য সভাপতি সুভাষচন্দ্র বোস বলেন, ‘‘পাথর ব্যবসার দিক থেকে এগিয়ে বীরভূম। তাই আমরা এই বীরভূম থেকেই আমাদের সংগঠনকে শক্তিশালী করে ওভারলোড বন্ধের দাবিতে সরব হতে চাই এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা ওভারলোড চালাবে তাঁদের বিরুদ্ধে প্রশাসনের সাহায্যেও আমরা ব্যবস্থা গ্রহণ করব।’’ তিনি সংগঠনের পক্ষ থেকে বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানান। কারণ, জেলার রাস্তায় পুলিশের ‘অত্যাচার’ বন্ধ হয়েছে। তাঁর মতে ‘‘এতে রাস্তায় অনেক দুর্ঘটনাও কমে যাবে।’’ সংগঠনের সদস্য ট্রাক মালিক ও পাথর ব্যবসায়ীদের ওভারলোড বন্ধের বিষয়ে নির্দেশ দেওয়া হয়। এই সম্মেলনের মাধ্যমে জেলায় নতুন কমিটি গঠন করা হয়। কী ভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়।