বোলপুরে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার। নিজস্ব চিত্র
কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার বোলপুরে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লকেট দাবি করেন, এই বিল কৃষকদের স্বার্থেই আনা হয়েছে, কৃষকদের ক্ষতির মুখে ফেলে দিতে নয়। কৃষকেরা যাতে তাঁদের ফসলের ন্যায্য দাম পান, তা নিশ্চিত করবে এই কৃষি বিল। কিন্তু, তৃণমূল রাজনৈতিক কারণে বিলের বিরোধিতা করে কৃষকদের ভুল বোঝাচ্ছে বলে লকেটের অভিযোগ।
এ দিনের সাংবাদিক বৈঠকে লকেটের সঙ্গে ছিলেন বিজেপি-র কিসান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, দলের জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, বোলপুর মন্ডল সভাপতি বিকাশ মিত্র। লকেটের বক্তব্য, ‘‘কৃষকদের জন্য যে বিলগুলি পাশ করা হয়েছে, তা কৃষকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই বিল পাশের মাধ্যমে স্বাধীনতার পরে বলা যেতে পারে কৃষক পরিবারগুলি আবার নতুন করে স্বাধীন হলেন।’’
এ দিন গরু পাচার নিয়েও সরব হন বিজেপি নেত্রী। তাঁর দাবি, ‘‘গরু পাচারে আজ পশ্চিমবঙ্গের নাম এক নম্বরে। আমরা দিল্লিতে সংসদে গিয়েও শুনতে পাই সবাই বলে, রবীন্দ্রনাথের বাংলা, বিশ্বভারতী, শান্তিনিকেতনের বাংলা এখন গরু পাচারে শীর্ষে। এই গরু পাচার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শাসকদলের পকেটে যাচ্ছে।’’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বিজেপি গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেকের নাম প্রকাশ করে শাস্তির ব্যবস্থা করবে।