siuri

প্রয়াত শিল্পী বিপত্তারণ দাস বাউল

দীর্ঘ কয়েক মাস শারীরিক অসুস্থ ছিলেন বিপত্তারণ। ২১ মে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে তিনি প্রয়াত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ২২:৪২
Share:

বিপত্তারণ দাস বাউল নিজস্ব চিত্র

প্রয়াত হলেন খ্যাতনামা বাউল সঙ্গীত শিল্পী বিপত্তারণ দাস বাউল। শুক্রবার দুপুরে সিউড়ি সদর হাসপাতালে তিনি প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

১৯৬১ সালে বীরভূমের জেলার পাড়ুই থানার অন্তর্গত গরগরিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিপত্তারণ দাস। এই গ্রাম থেকেই একাধিক শিল্পী উঠে এসেছেন। সঙ্গীত শিল্পী শিলাজিৎও এই গ্রামে জন্মান। দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বিপত্তারণ। ২১ মে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার দুপুরে তিনি প্রয়াত হন।

বীরভূমের অন্য বাউল শিল্পীরা জানিয়েছেন, শুক্রবার রাতেই বিপত্তারণ দাস বাউলের শেষকৃত্য সম্পন্ন হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement