দাবি: জমায়েতে পুলিশকর্মীদের পরিজনেরা। নিজস্ব চিত্র
দূরে পোস্টিং দেওয়া হচ্ছে অভিযোগ তুলে পুলিশ সুপারের অফিসে পৌঁছে প্রতিবাদ জানালেন কয়েক জন পুলিশকর্মীর পরিবারের সদস্যেরা। তাঁদের দাবি, তাঁদের কারও স্বামী, কারও ছেলে আসানসোলের সাত নম্বর ব্যাটালিয়নে পোস্টিং ছিলেন। দিন চারেক আগে ওই পুলিশকর্মীদের কয়েক জনের চন্দননগর এবং ব্যারাকপুরে পোস্টিং হয়। তারই প্রতিবাদে ওই পুলিশকর্মীদের পরিবারের জনা ৩০ সদস্য সোমবার সকালে জেলা স্কুলের মাঠে জমায়েত হন। মিছিল করে তাঁরা পুলিশ সুপারের দফতরের সামনে যান।
এমন ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। এসপি অফিসে কর্তব্যরত পুলিশকর্মীরা এত জনকে এক সঙ্গে ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। পরে জেলা পুলিশের কর্তারা প্রতিবাদকারীদের কাছে থেকে ভিন্ জেলায় বদলি হওয়া পুলিশকর্মীদের নাম ও ফোন নম্বর চায়। কিন্তু তা দিতে অস্বীকার করেন তাঁরা। পরে অবশ্য নিজেদের নামের তালিকা দেন তাঁরা। বীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সিরাজুল হক, মকবুল হোসেন মল্লিক বলেন, ‘‘আমাদের ছেলেদের কারও ২০০ কিলোমিটার, কারও ৩০০ কিলোমিটার দূরে পোস্টিং হয়েছে। আমরা চাই ওঁদের পোস্টিং এই জেলায় করা হোক।’’
এমন ঘটনায় হতবাক জেলা পুলিশ কর্তাদের একাংশ। তাঁদের বক্তব্য, ‘‘পুলিশের চাকরির শর্তই হল, যে কোনও জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে। সেই শর্ত মেনেই সকলে চাকরিতে যোগদান করেন। এই ঘটনা নজিরবিহীন।’’