একটি লটারির টিকিটই ভাগ্য ফিরিয়ে দিয়েছে দুবরাজপুরের বাসিন্দা প্রদীপ দে-র। —নিজস্ব চিত্র।
স্বপ্ন দেখতেন, লটারির টিকিটে কোনও দিন কোটি টাকা জিতবেন। তাই শখ করেই মাঝেমধ্যে লটারির টিকিট কিনতেন। অবশেষে লটারির মাধ্যমে কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ হল দুবরাজপুরের এক তেলেভাজা বিক্রেতার।
মাত্র ৩০ টাকায় একটি লটারির টিকিটই ভাগ্য ফিরিয়ে দিয়েছে দুবরাজপুরের ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরি এলাকার বাসিন্দা প্রদীপ দে-র। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি লটারির টিকিট কাটেন। পরের দিন রাত ৮টা নাগাদ প্রদীপ জানতে পারেন, ১ কোটি টাকা জিতেছেন! প্রদীপ বলেন, ‘‘মঙ্গলবার এক টিকিট বিক্রেতা ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করছিলেন। কাজে বেরোনোর আগে তাঁর কাছে একটা টিকিট দেখেছিলাম। কিছু ক্ষণ পরে ফিরে এসে দেখি ওই টিকিটটা পড়ে রয়েছে। সে সময়ই ঠিক করি, ওই টিকিটটা কিনব। ৩০ টাকা দিয়ে সেটা কিনেও ফেলি। কিছু ক্ষণ পরে জানতে পারি, আমি কোটি টাকার মালিক!’’
এত টাকা একসঙ্গে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া প্রদীপের সংসারে। প্রদীপ বলেন, ‘‘এই টাকায় বাড়ি বানাব। ব্যবসাও বাড়াব। সঙ্গে ছেলেমেয়েদের পড়াশোনার জন্য খরচও করব।’’