স্টেশনে জল নেই, ভোগান্তি

পানীয় জলের সঙ্কটে ভুগছেন রামপুরহাট রেল স্টেশনের কর্মী থেকে যাত্রীরা। এমন কী রেল কর্মীদের আবাসনেও গত চার দিন ধরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে বলে তাঁদের অভিযোগ। অবস্থা সামাল দিতে রামপুরহাট পুরসভা থেকে স্টেশনের বাইরে পানীয় জলের ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু রেলযাত্রীরা স্টেশনের প্লাটফর্ম থেকে পানীয় জল না পেয়ে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০১:০৫
Share:

পানীয় জলের সঙ্কটে ভুগছেন রামপুরহাট রেল স্টেশনের কর্মী থেকে যাত্রীরা। এমন কী রেল কর্মীদের আবাসনেও গত চার দিন ধরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে বলে তাঁদের অভিযোগ। অবস্থা সামাল দিতে রামপুরহাট পুরসভা থেকে স্টেশনের বাইরে পানীয় জলের ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু রেলযাত্রীরা স্টেশনের প্লাটফর্ম থেকে পানীয় জল না পেয়ে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। রেলকর্মীরা সমস্যা সমাধানে ইতিমধ্যে হাওড়ার ডিআরএমের দ্বারস্থ হয়েছেন। রেলের এরিয়া ম্যানেজার শান্তনু চক্রবর্তী বলেন, ‘‘প্রায় প্রতি বছর গরম পড়তেই রামপুরহাট স্টেশনে জল সঙ্কট দেখা যায়। একটি বোরিং খারাপ হয়ে যাওয়ার জন্য এই সমস্যা তৈরি হয়। এ বছর আরও তিনটি খারাপ হয়ে যাওয়ার জন্য জলের সমস্যা তীব্র আকারে দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্ত়ৃপক্ষের নজরে আছে। আশা করি, শীঘ্র সমস্যার সমাধান করা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement