ছবি সংগৃহীত
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছারখার হয়ে গেল লেকটাউনের মিনি জয়া সিনেমা হল। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।
শুক্রবার রাত ১০টা নাগাদ সিনেমা হলের ৪ তলায় আগুন লাগে। তার পরও প্রায় ৪০ মিনিট কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। ঘটনায় দু’জন আহতও হয়েছে। আগুনে পুড়ে গিয়েছেন এক মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হলের উপরতলায় একজন নিরাপত্তারক্ষী ও তাঁর স্ত্রী থাকেন। তাঁরাই আহত হয়েছেন বলে জানিয়েছেন এক ইলেক্ট্রিশিয়ান। হলের নীচে দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তারক্ষী আগুনের শিখা দেখতে পেয়েই পুলিশে খবর দেন। শুরুতে দমকলের ১০টি ইঞ্জিন আনা হয়েছিল ঘটনাস্থলে। পরে আরও ৫টি নিয়ে আসা হয়।
ঘটনাচক্রে, লেকটাউন খোদ রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের এলাকা। তিনিও রয়েছেন ঘটনাস্থলে। পরিস্থিতি খতিয়ে দেখছেন। তিনি বলেন, ‘‘উপরে রান্না হচ্ছিল, হয়তো সেখান থেকেই আগুন লেগেছে। ঘণ্টা দু-একের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।’’
স্থানীয় সূত্রে খবর, ব্যাপক আকারে ছড়াচ্ছে আগুন। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা রয়েছে। আশেপাশের বাড়িতেও আগুন লাগতে পারে, এই আশঙ্কায় রাস্তায় বেরিয়ে এসেছেন এলাকাবাসীরা। সিনেমা হলের ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা দেখা হচ্ছে। গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সাহায্য করছেন স্থানীয়রাও।